রাসুল সম্পর্কিত সুন্নি আকিদা (নূরে সৃষ্টি) জবাব
সুফি সুন্নীরা আল্লাহর রাসুল সাঃকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করে থাকেন। সুন্নীরা রাসুল সম্পর্কে এমন এমন সব আকিদা পোষণ করে যা কখনোই ইসলাম স্বীকৃত নয়। এইসব ভ্রান্ত আকিদা সমূহ এমন যে, তা একজন ঈমানদারকে মুশরিকে পরিনত করে ঈমান হারা করে দেয়। এখন আমরা কুরআন এবং সহীহ্ হাদিসের আলোকে সুফি সুন্নীদের আকিদা রাসুল নূরের তৈরি এর পাওয়ার চেষ্টা করবো।
রাসুল আল্লাহর জাতি নূরে সৃষ্টি
সুফিদের আকিদা হলো রাসুলুল্লাহ সাঃ আল্লাহর জাতি নুরে তৈরি। তিনি অন্যান্য সবার মতো মানুষ নন। অথচ পবিত্র কুরআনে রাসুল আল্লাহর নিজস্ব নূরে সৃষ্টি এমন কোনো একটি আয়াতও নেই। কিন্তু তিনি যে মানুষ তার স্বপক্ষে শতশত আয়াত রয়েছে। আল্লাহ্ আমাদের জানাচ্ছেন, "হে নবী, এদের বলে দাও, আমি তো তোমাদের মতই একজন মানুষ৷ আমাকে অহীর মাধ্যমে জানিয়ে দেয়া হয় যে, একজনই মাত্র তোমাদের ইলাহ কাজেই সোজা তাঁর প্রতি নিবিষ্ট হও এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো৷ মুশরিকদের জন্য ধ্বংস।" (হা মিম সিজদা-৪১:৬)।
আরও পড়ুন ইমান কী? ইমানের দাবিসমূহ কী কী
কুরআনের উপরোক্ত আয়াতে স্পষ্ট যে রাসুল সাঃ একজন মানুষ। আর মানুষকে আল্লাহ্ কী দিয়ে সৃষ্টি করেছেন তা কুরআনের আয়াত দ্বারা স্পষ্ট। আল্লাহ্ বলেন, "তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে তাঁরপর সহসা তোমরা হলে মানুষ, পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছো। [সুরা রুম-৩০:২০]
"আমি মানুষকে তৈরী করেছি মাটির উপাদান থেকে। (মুমিনুন-২৩:১২)
মানুষ মাটির তৈরি এ সম্পর্কিত আরও আয়াত: আল ইমরান-৩:৫৯; আনাম-৬:২; আরাফ-৭:১২; সাফফাত-৩৭:১১; সোয়াদ- ৩৮:৭১; সোয়াদ- ৩৮:৭৫-৭৬
কুরআনের আয়াত দ্বারা বুঝা যাচ্ছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাশার বা মানুষ ছিলেন আর মানুষ মাটির তৈরি। সুতরাং রাসুলও মাটিরই তৈরি। এটা কুরআনের কথা বা দলিল। যদিও রাসুল সাঃ কিসের তৈরি তা বিচার বিশ্লেষণ করা ঈমানের অংশ নয়। তবে ভুল আকিদা পোষণ করলে ঈমান নষ্টের আশংকা রয়েছে।
আরও পড়ুন রাসুলুল্লাহ সাঃএর আদর্শ এবং অনুসরণই হচ্ছে ইসলাম
তাই কুরআন যদি সুস্পষ্ট দলিল দিতো যে রাসুল আল্লাহর জাতি নূরে তৈরি, তাহলে আর কোনো সমস্যা থাকতো না এটা মেনে নিতে। আর আল্লাহ্ তার অন্যান্য সৃষ্টিকে কী দিয়ে সৃষ্টি করেছেন তাও তিনি স্পষ্ট করেছেন।
আল্লাহ তায়ালা ফিরেস্তাদের সৃষ্টি করছেন নুর দিয়ে (মুসলিম-), জিনদের সৃষ্টি করেছেন আগুণের শিখা থেকে (সুরা আর রহমান ৫৫:১৫)। আর মানুষকে সৃষ্টি করছেন মাটির উপাদান থেকে। প্রত্যেক সৃষ্টির উপাদান আলাদা তাই সৃষ্টির বৈশিষ্ট ও আলাদা। মানুষ হিসাবে মানুষের কিছু মানবীয় বৈশিষ্ট আছে। যেমনঃ খাবার গ্রহন করা, পিপাসার জন্য পানি পান করা, বিবাহ করা, সন্তানের জম্ম দেওয়া, বাজারে গমন করা, দুনিয়াবি বিভিন্ন কাজে অংশ গ্রহন করা ইত্যাদি। এই মানবীয় বৈশিষ্টগুলি মুহাম্মদ সাঃসহ প্রতিটি নবী রাসুলদের ছিলো।
তাছাড়া সুপ্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদ আবী হানীফা, মুআত্তা মালিক, মুসনাদ আহমাদ, মেশকাত শরীফসহ কোন হাদিস গ্রন্থে রাসুল সাঃ আল্লাহর নূরে সৃষ্টি এমন কোনো কিছুই নেই। চার ইমামসহ ইসলামের প্রথম ৫০০ বৎসরের মধ্যে কেউই তাঁদের কোন হাদিস গ্রন্থে নূর সম্পর্কে কোন হাদীস লিপিবদ্ধ করেন নাই।
আরও পড়ুন মুমিনের প্রকৃত অভিভাবক ও পথপ্রদর্শক কে?
অতএব সুফি আকিদা থেকে স্পষ্ট প্রমাণিত যে, সুফি সুন্নীদের আকিদা সম্পূর্ণ কুরআন এবং সুন্নাহ বিরোধী। সুফিরা আল্লাহ্ এবং তাঁর রাসুল সাঃকে মুখে মুখে প্রেম করে। কিন্তু কাজের বেলায় অনুসরণ করে না। আর দাবি করে আশেকে রাসুল। এভাবে আল্লাহ্ এবং রাসুলের সাথে প্রেম করে কখনোই আল্লাহ্ এবং রাসুলের ভালোবাসা পাওয়া যাবে না। কেননা আল্লাহ্ এবং রাসুলকে ভালোবাসতে হয়। তাঁদের সাথে প্রেম করা শালীনতা বিরোধী। আল্লাহ্ আমাদের হেদায়েত দান করুন। আমিন।
কৃতজ্ঞতাঃ
মোহাম্মাদ ইস্রাফিল হোসাইন। (বিএ ইন আরবি সাহিত্য ও ইসলাম শিক্ষা)
সাখাওয়াতুল আলম চৌধুরী
২২ জানুয়ারি, ২০২২
পতেঙ্গা, চট্টগ্রাম।