সুফি সুন্নীদের শিয়া মতবাদ সম্পর্কিত আকিদার জবাব |
সুফি সুন্নীদের শিয়া মতবাদ সম্পর্কিত আকিদার জবাব
সুফি সুন্নীরা ইসলামের শরিয়ত সম্পর্কে এমন এমন সব আকিদা পোষণ করে যা কখনোই ইসলাম স্বীকৃত নয়। এইসব ভ্রান্ত আকিদা সমূহ এমন যে, তা একজন ঈমানদারকে মুশরিকে পরিনত করে ঈমান হারা করে দেয়। এখন আমরা কুরআন এবং সহীহ্ হাদিসের আলোকে সুফি সুন্নীদের শিয়া মতবাদ সম্পর্কিত আকিদার জবাব পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।।
সুফি সুন্নীরা শিয়া মতবাদে বিশ্বাসী
সুফিদের যাবতীয় আকিদা বিচার বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা হলো, তাদের অধিকাংশ বিশ্বাসই শিয়া মতবাদের উপর প্রতিষ্ঠিত। শিয়ারা যেখানে তাদের ইমামদের নবী রাসুল পরবর্তীতে তাঁদের জায়গায় স্থান দেয়। ঠিক তেমনি সুফিরা তাদের পীর আউলিয়াদের নবী রাসুলদের জায়গায় স্থান দেয়।
শিয়াদের দাবি যেমন ত্রিশপারা কুরআনের বাইরে আরও ৬০পারা কুরআন তাদের ইমামদের কাছে মজুদ আছে। ঠিক একইভাবে সুফিরাও দাবি করে তাদের পীর আউলিয়াদের সীনায়ও ত্রিশপারা কুরআনের বাইরে আরো আল্লাহর জ্ঞান লুকায়িত আছে। যা তারা সরাসরি লৌহে মাহফুজের সাথে সম্পৃক্ত। এবং যেকোনো প্রয়োজনে সেই জ্ঞান দিয়ে ভক্ত মুরিদদের উপকারও তারা করতে পারে।
আরও পড়ুন মাজারে দান সদকা করার ইসলামী বিধান
শিয়ারা যেমন সাহাবী বিদ্বেষী ঠিক তেমনি এরাও গোপনে সাহাবী বিদ্বেষী। অর্থাৎ শিয়ারা সরাসরি ইসলামের প্রথম তিন খলিফাকে অস্বীকার। তেমনি সুফিরাও কৌশলে তাঁদের অস্বীকার করে। যা তারা প্রকাশ করে না সুন্নি লেবাস লাগানোর কারণে। শিয়ারা ইসলামের নামে যত দিবস চালু করেছে, তার প্রতিটি দিবসই সুফিরা অনুসরণ করেছে একই নামে বা ভিন্ন নামে।
শিয়ারা তাদের মতবাদের পক্ষে যেসব বংশ পারস্পরিক সিলসিলা ব্যবহার করে, ঠিক একই সিলসিলা সুফিরাও ব্যবহার করে। মোটকথা সুফিরা শিয়াদেরই একটি গোষ্ঠী, যা তারা সুন্নি নামে ইসলামে প্রবেশ করেছে। বর্তমান ইসলামে শিয়া সুন্নি দুটি বৃহৎ মতবাদ রয়েছে। সেই সুন্নি মতবাদের নাম দিয়ে সুফিরা শিয়াইজমই প্রতিষ্ঠা করছে অতি গোপনে।
আমাদের উপমহাদেশে ইসলামের যাবতীয় পরিভাষা গুলো হলো সব ফার্সি। যা সরাসরি শিয়াদের ব্যবহৃত শব্দ। শুধু তাইনয় উপমহাদেশে আলোচিত সমালোচিত যত ইসলামী দিবস রয়েছে তার সবই শিয়াদের থেকে অনুগম ঘটেছে। উপমহাদেশে পারস্যের সুফিরা ইসলামের নামে সুফিবাদ প্রতিষ্ঠা করে। সেইসাথে রাজনৈতিক কারণে শিয়া শাসনামলে ব্যাপকভাবে শিয়া মতাদর্শ সুফিবাদে প্রবেশ করে। নানানভাবে সেই সুফিবাদই বর্তমানে সুফি সুন্নী নাম ধারণ করে ইসলামের লেবাস নিয়েছে।
আরও পড়ুন কবর পাকা করার দলিল খন্ডন
সুতরাং সুফি সুন্নীরা নামে সুন্নী নাম ধারণ করলেও তাদের সকল ঈমান আকিদা কুরআন সুন্নাহ বিরোধী। সেইসাথে তাদের অধিকাংশ আকিদা শিয়া মতাদর্শী। অতএব সুফি সুন্নী সুফিবাদ একটি ইসলাম বহির্ভূত মতবাদ।
কৃতজ্ঞতাঃ
মোহাম্মাদ ইস্রাফিল হোসাইন। (বিএ ইন আরবি সাহিত্য ও ইসলাম শিক্ষা)
সাখাওয়াতুল আলম চৌধুরী
১০ মার্চ, ২০২২
পতেঙ্গা, চট্টগ্রাম।