সুফি সুন্নীদের সকল ধর্ম সত্য সম্পর্কিত আকিদার জবাব
সুফি সুন্নীরা ইসলামের শরিয়ত সম্পর্কে এমন এমন সব আকিদা পোষণ করে যা কখনোই ইসলাম স্বীকৃত নয়। এইসব ভ্রান্ত আকিদা সমূহ এমন যে, তা একজন ঈমানদারকে মুশরিকে পরিনত করে ঈমান হারা করে দেয়। এখন আমরা কুরআন এবং সহীহ্ হাদিসের আলোকে সুফি সুন্নীদের সকল ধর্ম সত্য সম্পর্কিত আকিদার জবাব পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।।
সকল ধর্ম সত্য
সুফিদের আকিদা হচ্ছে মানবতাবাদী আকিদা। তারা সাম্যবাদী আকিদায় বিশ্বাসী। যাকে সোজা সাপ্টায় যাকে বলা হয় কম্যুনিস্ট। তাদের বিশ্বাস যেকোনো ধর্মের মানুষই আল্লাহর কাছে নাজাত পাবে, যদি তারা সত্যিকার ভাবে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারে। তারা মনে করে রব তো একজনই। সুতরাং তাকে যে যেভাবে ডেকে সন্তুষ্ট করতে পারে সে ই হবে সার্থক। অর্থাৎ কমিউনিস্টরা যেমনঃ ধর্মকে বড় করে দেখে না। যে যেই ধর্মই পালন করুক না কেন, দেশ এবং কর্মকে ভালোবাসলেই হবে।
ঠিক তেমনি সুফি সুন্নীরা মনে করে, যে যেই ধর্ম পালন করুক না কেন, ভালো কাজ করলেই সে জান্নাতে যাবে। অর্থাৎ সৃষ্টিকর্তা কোনো একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। যেকোনো ধর্মের যেকোনো পদ্ধতিতে তাঁকে সন্তুষ্টি করতে পারলেই যেকোনো ব্যক্তিই আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। সুতরাং শুধু যে মুসলমানরাই জান্নাতে যাবে তা নয়। যেকোনো ব্যক্তিই জীবনে সৎ জীবনযাপন করে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করলেই সে জীবনে সফল।
আরও পড়ুন আবু জাহেলের ইসলাম এবং আমরা
এইজন্যই সুফিদের পীর অলি আউলিয়াদের কবর মাজার ওরসে ব্যাপকভাবে বিধর্মীদের উপস্থিতি দেখা যায়। উপমহাদেশের প্রতিটি অলি আউলিয়াদের দরবারে বিধর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শুধু তাইনয় অনেক দরবারের বিধর্মী খাদেমদের কবরও মাজারে রূপান্তরিত হয়েছে। বিভিন্ন বিধর্মী গায়ক গায়িকাও বিভিন্ন দরবারের গুরুত্বপূর্ণ মুখপাত্রের ভূমিকা পালন করে। সেইসাথে বিভিন্ন দরবার মানব কল্যাণে কাজ করার জন্য বিধর্মীদের বিভিন্ন পুরুস্কারে ভূষিতও করে।
কিন্তু সুফিদের এই সাম্যবাদী আকিদা কখনোই ইসলামে গ্রহণযোগ্য নয়। কেননা আল্লাহ্ দ্বীন বা ধর্ম হিসাবে শুধুমাত্র এবং একমাত্র ইসলামকেই স্বীকৃতি দিয়েছেন। অর্থাৎ আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। আল্লাহ্ বলেন, "নিশ্চয় আল্লাহর নিকট (গ্রহণযোগ্য) দ্বীন হচ্ছে ইসলাম। " (আল ইমরান ৩:১৯)
"আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম (ইসলাম) পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। " (আল মায়িদাহ :৩)
"যে কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম অন্বেষণ করবে, তার পক্ষ হতে তা কখনও গ্রহণ করা হবে না। আর সে হবে পরলোকে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। "(আল ইমরান : ৮৫)
উপরোক্ত আয়াত গুলো থেকে এটা সুস্পষ্ট যে, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র "ইসলাম"। যদি কেউ এটা মনে করে অন্যান্য ধর্মের অনুসরণও আল্লাহ্ মেনে নিবেন। তাহলে এটা হবে তাদের চরম ভুল। কেননা আল্লাহ্ বলেই দিয়েছেন ইসলাম ছাড়া কোনো ধর্মের অনুসারীদের আল্লাহ্ মেনে নিবেন না।
আরও পড়ুন ইমান আনার পরও যারা পথভ্রষ্ট
সুতরাং সুফি সুন্নীদের দাবি এবং আকিদা সমূহ প্রতিটি ক্ষেত্রেই কুরআন এবং সুন্নাহ বিরোধী। সুফিরা তাদের অনুসারীদের অজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ভারত উপমহাদেশে সুফিবাদের ব্যাপক প্রচার প্রসার লাভ করেছে। যা প্রকৃত ইসলামের সাথে সাংঘর্ষিক। যে মতবাদ ইসলামকে ঘিরে প্রতিষ্ঠিত হলেও তা কখনোই প্রকৃত ইসলাম নয়। সুতরাং সকল ধর্ম সত্য সুফি সুন্নীদের এই আকিদা ইসলামের আকিদা নয়।
কৃতজ্ঞতাঃ
মোহাম্মাদ ইস্রাফিল হোসাইন। (বিএ ইন আরবি সাহিত্য ও ইসলাম শিক্ষা)
সাখাওয়াতুল আলম চৌধুরী
১০ মার্চ, ২০২২
পতেঙ্গা, চট্টগ্রাম।