পীরের দ্বারা সুপারিশ (পর্ব ১১)
আমাদের উপমহাদেশে পীর ধরার একমাত্র এবং অন্যতম কারণ হচ্ছে কিয়ামতে "সুপারিশ "এর জন্য। আমাদের ভিতরে বদ্ধমূল ধারণা একশ্রেণির আলেম ওলামারা দিতে পেরেছে যে, কিয়ামতে অবশ্যই সুপারিশ লাগবে। আর সুপারিশ পাওয়ার জন্য কোনো না কোনো পীরের দরবারে মুরিদ হওয়া লাগবে। সুতরাং যে বুঝে সেও যাচ্ছে যে বুঝে না সেও পীরের দরবারে মাথা ঠুকে যাচ্ছে।
সুপারিশকারী কারাঃ
সুপারিশ বিষয়টি সর্বজনবিদিত। এটা সবাই জানে কিয়ামতের ময়দানে আল্লাহ্ তাআলা কিছু কিছু মানুষকে সুপারিশ করার সুযোগ দিবেন। যারা নিজেদের পরিপূর্ণ ভাবে ইসলামের পথে পরিচালিত করতে পেরেছে। যাদের কথা কুরআন এবং হাদীসে এসেছে তাঁরা অবশ্যই কিয়ামতে সুপারিশ করবেন। আমাদের জানতে হবে কারা কারা সুপারিশ করতে পারবেন।
পবিত্র কুরআন ও হাদীসের আলোকে নবী (আঃ) গণ রাসুল (সাঃ) ছিদ্দিকগণ, শহীদগণ, মালাইকাগণ, সৎকর্মশীল ব্যক্তিবর্গ, আলেমগণ, কুরআনের হাফিজ, পবিত্র কুরআন, মসজিদ, নাবালক সন্তান প্রমুখ।
সুপারিশ কাদের প্রয়োজনঃ
আমাদের আগে দেখতে হবে আমরা সুপারিশ চাইব কেন? কী কারণে সুপারিশ দরকার। দুনিয়াবী হিসাবে দেখলে আমরা সুপারিশ করি তার জন্য যার যোগ্যতা নেই। অর্থাৎ যে দূর্বল এবং ঐ পদ বা বিষয়ের জন্য উপযুক্ত নয় তার জন্য সুপারিশ করা হয়। ফলে সুপারিশকারী নিজের প্রভাব প্রতিপত্তি দিয়ে পদ বা বিষয় আদায় করে দেন। কোনো উপযুক্ত ব্যক্তির জন্য কখনোই কোন সুপারিশ করা হয় না বা করতে হয় না।
কেননা সে নিজেই এর উপযুক্ততা অর্জন করতে পেরেছে। যদি কম যোগ্যতা সম্পন্ন কাউকে ঐ পদ বা বিষয় দিতে হয় তবে তার ঐ পদ বা বিষয়ের জন্য মোটামুটি যোগ্যতা থাকা লাগবে। সুপারিশকারী থাকলেও যদি কারও মোটামুটিও যোগ্যতা না থাকে তার জন্য কি কেউ সুপারিশ করবেন নাকি পারবেন? অবশ্যই না। কেননা যেকোনো কিছু অর্জন করতে চাইলে সে সম্পর্কে নুন্যতম জ্ঞান থাকা লাগে।
ঠিক একই কথা কিয়ামতেও আসবে। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেওয়া জন্য। আমাদের উচিত হবে আল্লাহর পরীক্ষা পাস করার জন্য আপ্রাণ চেষ্টা করা। এখন আপ্রাণ চেষ্টার পরও যদি কোনো পরীক্ষার্থী পাস করতে না পারেন তবে তাঁর প্রিয়ভাজন শিক্ষক নিজ চেষ্টায় পাস করানোর জন্য সুপারিশ করবেন। অর্থাৎ দুনিয়ায় আমাদের চেষ্টা থাকতে হবে পরিপূর্ণ ইসলাম মেনে চলতে। সময়ের সাথে পরিস্থিতি বিবেচনায় সবক্ষেত্রে অনেকেই ইসলাম মেনে সব করতে পারে না। তবে তার চেষ্টা থাকে। যদি সে চেষ্টা করার পর আল্লাহর কাছে গুনাহগার হয়ে যায় তবে এইসব সুপারিশকারীগণ আমাদের জন্য সুপারিশ করবেন। ইনশাআল্লাহ আমরা সুপারিশ প্রাপ্ত হবো যদি আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে।
পীর দ্বারা সুপারিশের যৌক্তিকতাঃ
এখন আমাদের জানতে হবে কারা কারা সুপারিশ লাভের অধিকারী হবেন। মুসলমান হলেই কি সুপারিশ পাওয়া যাবে? পবিত্র কুরআন এবং হাদীসে এসেছে যাদের মধ্যে পরিপূর্ণ ঈমান থাকবে তারা সুপারিশ লাভ করবে। যেহেতু আল্লাহ আমাদের পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন সেহেতু আমাদের এখানে পরীক্ষা দিতে হবে প্রতিটি মুহূর্তে। এখন আমরা যারা পীর বা মাজার ধরে বসে আছি তাদের উদ্দেশ্য সৎ নয়। কেননা আপনি ধরেই নিয়েছেন পীর বা মাজার আপনাকে কিয়ামতে উদ্ধার করবেন। সুতরাং ইসলামী অনুশাসন পরিপূর্ণভাবে মানার দরকার কি? কেউ এই নিয়তে গেলে তার ইহকাল পরকাল সব শেষ। যদি এমন পীর বা মাজারে গেলেন যে, যেখানে সঠিক ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। অতএব আমরা এইসব পরিপূর্ণ ভাবে মেনে চলার চেষ্টা করবো বাকিটুকু আল্লাহর অলির হাতে। যদি বিষয়টা এমন হয় তবে এখানে কোনো দ্বিমত নেই।
আল্লাহ্ নিজেও চান বান্দাকে ক্ষমা করতে। যদি আমরা সত্যিকার ইসলাম মেনে চলার পরও যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তবে আল্লাহ "ক্ষমাশীল "। আল্লাহর ক্ষমার গুণেও অনেকে ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মজাও নিবো আখিরাতের মজাও নিবো। যা কখনোই ইসলাম সমর্থন করে না। এই মজা নেওয়া শ্রেণীর মুসলমানদের জন্যই হচ্ছে পীর মাজারের সুপারিশ। তা না হলে পীর মাজার থেকে যদি ইসলামের পরিপূর্ণ শিক্ষা দেওয়া হয় তবে আল্লাহ নিজেই তাঁর বান্দার জন্য যথেষ্ট। তারপরও যেহেতু আল্লাহ্ সুযোগ রেখেছেন সৎকর্মশীলদের সুপারিশ করার, সেহেতু আমরা আশা রাখতে পারি যারা পরিপূর্ণ ঈমানের দাবি করি তারা। যদি ঈমান ই না থাকে তবে স্বয়ং আল্লাহও কাউকে জান্নাত দিতে পারেন না।
এর আগে এটা প্রমাণিত হয়েছে যে পীরের দরবার এবং মাজারে কীভাবে ঈমান ধ্বংসের কার্যক্রম চলছে। যেখানে ঈমান ই থাকার সম্ভাবনা নেই সেখান থেকে কীভাবে আমরা আখিরাতের সুপারিশ আশা করতে পারি?
বাকি পর্ব গুলো এখানেঃ
পীর (উপমহাদেশে পীরের বাস্তবতা)
দলিল ছাড়া পীরতন্ত্রের ভিত্তি ১
দলিল ছাড়া পীরতন্ত্রের ভিত্তি ২
দলিল ছাড়া পীরতন্ত্রের ভিত্তি ৩
কুরআনের আয়াত দ্বারা পীরের দলিল খন্ডন ১
কুরআনের আয়াত দ্বারা পীরের দলিল খন্ডন ২
কুরআনের আয়াত দ্বারা পীরের দলিল খন্ডন ৩
কুরআনের আয়াত দ্বারা পীরের দলিল খন্ডন ৪
কুরআনের আয়াত দ্বারা পীরের দলিল খন্ডন ৫
বাইয়াত দ্বারা পীরের দলিল
সুপারিশকারী পীর
পীরের দরবারে মানত